ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

মায়ের পরকীয়ার বলি তিন বছরের শিশুকন্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ২০ মার্চ ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বসের সঙ্গে সেক্সের জন্য তিন বছরের মেয়েকে গাড়ির সিটে বেঁধে গিয়েছিলেন পেশায় পুলিশকর্মী মা। প্রচণ্ড রোদের তাপে সেখানে ঝলসে মৃত্যু হলো শিশুকন্যার। 

ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে ওই নারী পুলিশকর্মীকে।

টহলদারি গাড়িতে মেয়েকে সঙ্গে নিয়ে ডিউটিতে বেরিয়েছিলেন আমেরিকার মিসিসিপির নারী পুলিশকর্মী ক্যাসি হোপ বার্কার (২৯)। নিজের দফতরের সুপারভাইজার ক্লার্ক ল্যাডনারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ক্যাসির। তার বাড়ির সামনে পৌঁছে মেয়েকে গাড়ির আসনে সিটবেল্ট দিয়ে বেঁধে রেখে ঢুকে যান তিনি। সেখানে চার ঘণ্টা ধরে প্রেমিকের সঙ্গে তিনি যৌনলীলায় মত্ত থাকেন।জজ

গাড়িতে ফিরে এসে তিনি দেখেন, ছোট্ট মেয়েটি সিটের উপর নেতিয়ে পড়েছে। চার ঘণ্টা ধরে প্রখর রোদে তেতে ওঠা গাড়ির ভেতরে বসে রীতিমতো ঝলসে গিয়েছিল শিশুটি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

শিশুর প্রতি নিষ্ঠুরতার জেরে মৃত্যু ঘটানোয় ক্যাসি হোপ বার্কারের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সোমবার তাকে দোষী সাব্যস্ত করেন জেলা আদালতের বিচারক। বিচারে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। মেয়ের কথা বলতে গিয়ে আদালতে দাঁড়িয়ে কেঁদে ফেলেন দোষী মা। এর আগেই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ক্যাসি ও তার প্রেমিক ক্লার্ক।

নিউজওয়ান২৪/আ.রাফি

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত