ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

মায়ের কোল থেকে কড়াইয়ের গরম তেলে পড়ে গেল শিশু

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশিত: ১৫:০১, ২৬ জানুয়ারি ২০২৩  

শিশু আবু সাঈদ আদিল

শিশু আবু সাঈদ আদিল


চট্টগ্রামের রাউজানে নাশতা তৈরির গরম তেলে পড়ে আবু সাঈদ আদিল নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু আদিল উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাওলানা জহিরের বাড়ির ওমানপ্রবাসী আবু তৈয়বের ছেলে।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় তিন বছরের সন্তান আবু সৈয়দ আদিলকে কোলে নিয়ে চুলায় রান্না করছিলেন মা আফসানা নুর। এ সময় হঠাৎ মায়ের কোল থেকে চুলার ওপরে থাকা গরম কড়াইয়ের ওপর ঝাঁপ দেয় আদিল। কড়াইয়ের গরম তেলে ঝলসে যায় তার শরীর।

উদ্ধার করে প্রথমে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ কারণে শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত