ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মার্কিন নিষেধাজ্ঞার ধার ধারে না রাশিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ৪ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে যুক্তরাষ্টের কঠোর হুমকি রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা করেনা রাশিয়া। আর এ জন্য ইরানের সঙ্গে বাণিজ্য আরো জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটি।

বৃটিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেক্সান্ডার নোভাক জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধের ঘোষণা দিয়েছে আমরা সেটা মানি না। আমরা ইরানকে সমর্থন করবো এবং দেশটির সঙ্গে বাণিজ্য বাড়াবো।

এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার প্রক্রিয়া চালিয়ে যাবে।

সম্প্রতি আঙ্কারা সফরকালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বিশেষ প্রতিনিধি মাহমুদ ওয়ায়েজি'র সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেয় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা বহুবার বলেছি ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আমরা মানব না।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত