ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মার্কিন কনস্যুলেটে গ্রেনেড হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ২ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

মেক্সিকোর শহর গুয়াদালাজারার মার্কিন কনস্যুলেটে গ্রেনেড হামলা চালানো হয়েছে। তবে এ হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজ দেখে কর্তৃপক্ষ জানায়, একজন লোক একটি গ্রেনেড সদৃশ বস্তু কনস্যুলেট ভবনের দিকে ছুঁড়ে পালিয়ে যায়। তবে তাকে ধরা সম্ভব হয়নি। হামলায় ভবনের দেয়ালে গর্তের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে গ্রেনেডের অংশ পাওয়া গেছে।

জালিসকো রাজ্যের সরকারি কৌঁসুলিরা টুইট বার্তায় জানিয়েছেন, ফেডারেল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গেই এই ঘটনা তদন্ত করছে। গ্রেনেড হামলার ঘটনা মেক্সিকোর নতুন প্রেসিডেন্টকে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি করবে বলে ধারণা করা হচ্ছে।

মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের শপথ অনুষ্ঠান শুরুর আগে ওই হামলার ঘটনা ঘটে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের এ অনুষ্ঠানের যোগ দেয়ার কথা।

জালিসকো রাজ্যটি জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মূল ঘাঁটি। এটি মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী মাদক পাচারকারী গোষ্ঠী। এর আগে বিভিন্ন ভিডিও পোস্টে কনস্যুলেটে হামলার হুমকি দিয়েছিল তারা। এই গোষ্ঠীর নেতা নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস বা ‘এল মেঞ্চো’ মার্কিন মাদক প্রতিরোধ প্রশাসনের মোস্ট ওয়ানন্টেড তালিকায় রয়েছে।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত