ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মাদারীপুরে বিএনপির ৪ নেতাকর্মী আটক

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৬, ১০ অক্টোবর ২০১৮  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


মাদারীপুরে বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করার সময় চারজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামিলুর রহমান মিঠু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন। এছাড়াও শাহিন চৌকিদার ও সাইদুল নামে আরও দু’জনকে আটক করা হয়।

জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ভেতর বিক্ষোভ-সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অনুমতি ছাড়া ডিসি কার্যালয়ে ভেতর ও আদালত চত্বরের পাশে সমাবেশ করায় ওই চারজনকে আটক করা হয়েছে।

বিক্ষোভ-সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জাফর আলী মিয়া, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শরীফ মো. সাইফুল কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার আহম্মেদ চিশতী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহসীন মোড়ল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত