মাথায় ফুটবল সাইকেল চালিয়ে গিনেস বুকে মাগুরার আব্দুল হালিম
গেরামের খবর

তৃতীয়বারের মত গিনেস বুকে নাম লিখিয়েছেন মাগুরার কৃতী সন্তান আবদুল হালিম। এবার মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ড গড়েন তিনি।
গত বৃহস্পতিবার (১০ আগস্ট) গিনেস বুক কর্তৃপক্ষ তাকে এ স্বীকৃতি দেন। এই স্বীকৃতির পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সালাম জানাতে চান হালিম। হালিম মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সানাউল্লাহ পাটোয়ারীর বড় ছেলে।
গত ৮ জুন দুপুর ১১টা ৫৩ মিনিটে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বল মাথায় নিয়ে সাইকেল চালানো শুরু করেন আব্দুল হালিম। টানা ১৩.৭৪ কিলোমিটার অতিক্রম করে দুপুর ১টা ১২ মিনিট পর্যন্ত বল মাথায় রাখেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে পুরো ভিডিও, স্থিরচিত্রসহ অন্যান্য প্রমাণাদি গিনেস বুক কর্তৃপক্ষের কাছে জমা দেন তিনি। সেসব বিচার-বিশ্লেষণ করে গত বৃহস্পতিবার আবদুল হালিমকে নতুন রেকর্ডের স্বীকৃতি দেয় গিনেস বুক কর্তৃপক্ষ।
এর আগে ২০১১ সালের ২২ অক্টোবর ফুটবল মাথায় নিয়ে ১৫ দশমিক ২ কিলোমিটার হেঁটে তিনি প্রথম গিনেস ওয়াল্ড রেকর্ড বুকে নাম লেখান। পরে ২০১৫ সালের ২২ নভেম্বর ফুটবল মাথায় নিয়ে ২৭ দশমিক ৬৬ সেকেন্ডে রোলার স্কেটিংয়ে ১শ মিটার পথ অতিক্রম করে দ্বিতীয় বিশ্ব রেকর্ড গড়েন তিনি।
এ ব্যাপারে হালিম বলেন, ‘দেশের জন্য নতুন রেকর্ড করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার হাত থেকে বাংলাদেশের সুনাম বিশ্বময় ছড়িয়ে পড়ছে এটাই আমার আনন্দ। আমি চেয়েছি এটা করতে এবং তার জন্য কঠোর সাধনা করেছি। আজ স্বীকৃতি পেয়েছি। আমার খুব ভাল লাগছে। আমার বিশেষ কিছু চাওয়া পাওয়া নেই। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে একবার সালাম করতে চাই।’
নিউজওয়ান২৪.কম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা