মাথায় চোট পেয়ে হাসপাতালে সরফরাজ
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ঘটনা বৃহস্পতিবার দুপুরের। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। খেলা চলছিল পাকিস্তানের ইনিংসের ৮৯তম ওভারের। ওই ওভারে পিটার সিডলের করা বাউন্সার মাথা নিচু করে ছাড়তে গিয়েছিলেন সরফরাজ আহমেদ। কিন্তু সময়মতো মাথা সরিয়ে নিতে পারেননি তিনি।
বল আঘাত হানে পাকিস্তানি অধিনায়কের বাঁ কানের ঠিক নিচে হেলমেটে। তখন ৩২ রানে ব্যাট করছিলেন তিনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি ব্যাট করেন প্রায় আরও ৩০ ওভার। তেমন কোনো অসুবিধাও ছিল না। তবে শুক্রবার সকালে ঘুম ভাঙতেই দেখা দেয় সমস্যা, অনুভব করেন তীব্র মাথাব্যাথা।
এতটাই যে, দ্রুতই সরফরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যার জেরে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন মাঠেই নামতে পারলেন না তিনি। তার পরিবর্তে শুক্রবার কিপিংয়ের দায়িত্ব সামলান মোহাম্মদ রিজওয়ান। আর নেতৃত্ব দেন আসাদ শফিক।
মাথার চোটটি বেশ গুরুতর বলেই মনা করা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সতর্কতা হিসেবে সরফরাজের স্ক্যান করানো হবে। রিপোর্ট পাওয়ার পরই চোটের অবস্থা সম্পর্কে জানা যাবে। দ্বিতীয় টেস্টের প্রথমদিনও চোট পেয়েছিলেন সরফরাজ। মিচেল স্টার্কের বলে বাঁ-হাতে চোট পান তিনি। যদিও সেই চোট খুব বেশি গুরুতর ছিল না।
মাঠে উপস্থিত থাকতে না পারলেও পাকিস্তান চারদিনেই জিতে নিয়েছে দ্বিতীয় টেস্ট। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ৫৩৮ রান তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৭৩ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতল পাকিস্তান। দুবাইয়ে প্রথম টেস্ট ড্র হয়েছিল।
নিউজওয়ান২৪/জেডএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল