মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
ঢাকা: শিগগিরি ইউক্রেনের অস্থিতিশীলতা প্রশমিত করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা ও জার্মানি; অন্যথায় মস্কোকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে দেশ দু’টি।
গত (শুক্রবার) হোয়াইট হাউজে যৌথ সংবাদ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তারা বলেছেন, “প্রকৃতপক্ষে ইউক্রেনে এত বেশি অস্থিতিশীলতা চলছে যে তাতে আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠান করা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে রাশিয়াকে আরো সরাসরি ও বেদনাদায়ক কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।” ওবামা বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা রাশিয়ার কয়েকটি বিশেষ খাতকে লক্ষ্য করে আরোপ করা হবে।
এ বক্তব্যের মাঝ দিয়ে রাশিয়াকে জার্মানি ও আমেরিকা সরাসরি অর্থনৈতিক খাতে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।
এর আগে মার্কিন প্রশাসন বলেছিল যে, রাশিয়া ইউক্রেনে যদি সরাসরি সামরিক আগ্রাসন চালায় তাহলেই কেবল এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
মারকেলও তার ভাষায় বলেছেন, ইউক্রেনে রুশ হস্তক্ষেপ বন্ধ না হলে বাড়তি নিষেধাজ্ঞা এড়ানো কঠিন হবে।
আর বারাক ওবামা ওবামা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ভুল পথ থেকে অবশ্যই সরে আসতে হবে।
এর আগে ওভাল অফিসে দু নেতা এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। এ সম্পর্কে ওবামা জানান, তারা বেশিরভাগ সময় ধরে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ০৩ মে, ২০১৪
আরএ/
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন