ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী সেন্টকম সন্ত্রাসী সংগঠন: ইরান

প্রকাশিত: ১০:৪১, ৯ এপ্রিল ২০১৯  

টার্গেট অনুশীলন করছে সেন্টকম বাহিনী      -ফাইল ফটো

টার্গেট অনুশীলন করছে সেন্টকম বাহিনী -ফাইল ফটো

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সেন্টকমকে (ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড) সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) এই ঘোষণা দেয় ।

এটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পাল্টা পদক্ষেপ বলে জানায় ইরানি সরকারি মিডিয়া রেডিও তেহরান।

এক বিবৃতিতে এসএনএসসি ওয়াশিংটনের এমন পদক্ষেপকে অবৈধ এবং নির্বোধ কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ দেশ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে তারা বলে, যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো সবসময় পশ্চিম এশিয়ায় চরমপন্থী ও সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দিয়ে আসছে।

ওয়াশিংটন সরকারের এ সিদ্ধান্তের নিন্দা জানানোর পাশাপাশি আইআরজিসি’র বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলেও প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

প্রসঙ্গত গত সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে ইরান আইআরজিসিকে ব্যবহার করছে। ওই বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এই নজিরবিহীন পদক্ষেপ এমন বাস্তবতাকেই স্বীকৃতি দেয় যে, ইরান কেবল রাষ্ট্র হিসেবেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক নয়, তাদের আইআরজিসি শাসকদের যন্ত্র হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিচ্ছে এবং অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করছে।’

ট্রাম্প আইআরজিসির সঙ্গে লেনদেন বন্ধ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি তাদের সঙ্গে লেনদেনে থাকে, তবে তা সন্ত্রাসে অর্থায়ন বলেই ধরা হবে।

এখানে উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের ফলে বিশ্বে প্রথমবারের মতো কোনো দেশ অন্য একটি দেশের সামরিক বাহিনীকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিল।

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্টের বিবৃতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে লেখা চিঠিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকমকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার প্রস্তাব করেন।

জারিফ চিঠিতে বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনারা প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেয়ার কারণে এবং সন্ত্রাসীদের সঙ্গে মার্কিন বাহিনীর সরাসরি যোগাসাজশের কারণে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উচিত মার্কিন বাহিনীকে সন্ত্রাসী তালিকায় ফেলা। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী হচ্ছে দেশটির অন্যতম প্রধান সামরিক বাহিনী। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ইমাম খোমেনির নির্দেশে আইআরজিসি প্রতিষ্ঠিত হয়।
নিউজওয়ান২৪.কম/কেএইচপি

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত