মতিয়ার নির্বাচনী এলাকায় ভাঙচুর, গ্রেফতার ৬ বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
শুক্রবার রাতে শেরপুরের নকলায় মতিয়া চৌধুরীর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর করেছে বিএনপি। এ সময় আওয়ামী লীগ কর্মীরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। এতে আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়।
পরে পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খোরশেদ আলমসহ পাঁচ বিএনপি নেতাকে গ্রেফতার করে।
টালকি ইউনিয়নের রামেরকান্দি বাজারে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনী কার্যালয় খোলা নিয়ে বিএনপি কর্মীরা উত্তেজিত হয়ে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা আতর্কিতভাবে মতিয়া চৌধুরীর নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে কেন্দ্র কার্যালয়ে ঝুঁলিয়ে রাখা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছুঁড়ে ফেলে দেয়। এছাড়া প্রচার কেন্দ্রের চেয়ার, টেবিল, মোটরসাইকেল ভাঙচুর এবং মতিয়া চৌধুরীর ছবি সম্বলিত নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলে।
ওই ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার জের ধরে অন্যান্য এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। তবে ওই ঘটনায় উভয়দল একে-অপরকে দায়ী করেছে।
শনিবার সকালে নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ নিউজওয়ান২৪-কে বলেন, ওই ঘটনায় কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্ত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিউজওয়ান২৪/জেডএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও