ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে লাওসের মুখোমুখি বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:২৪, ১ মে ২০১৯  

শুরু থেকে মঙ্গোলিয়াকে কোণঠাসা করে রেখে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে ৩-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশের দুরন্ত মেয়েরা। ফলে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের ফাইনালে উঠে গেছে লাল-সবুজের বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিরুদ্ধে এদিনের খেলায় দুই নির্ভরযোগ্য ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকারের অভাব বুঝতে দেননি মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুনরা।

আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে প্রথম সেমি-ফাইনালে জেতা লাওসের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে লাওস খুব শক্ত টিম, এটা বড় প্রশ্ন বাংলার সাহসী মেয়েদের শিরোপা জেতার পথে। লাওস প্রথম সেমিতে কিরগিজস্তানকে ৭-১ গোলে পর্যুদস্ত করেছিল। 

তবে মঙ্গলবারে দ্বিতীয় সেমির শুরু থেকেই মঙ্গোলিয়াকে চাপে রাখে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠা বাংলাদেশ। তৃতীয় মিনিটেই আসে প্রথম সুযোগ। তবে সতীর্থের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে তালগোল পাকিয়ে শট নিতে পারেননি সাজেদা খাতুন। একটু পর এই ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা ফেরান মঙ্গোলিয়ান গোলরক্ষক।

পরে ষোড়শ মিনিটে মিডফিল্ডার সানজিদা আক্তারের শট পোস্টে লেগে ফিরে। চার মিনিট পর ছোট ডি-বক্সের ওপর থেকে আঁখি খাতুনের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে বেরিয়ে যায়।

তবে শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ে গোল খরার অবসান হয়। ডি-বক্সের ওপর থেকে মনিকার বাঁ পায়ের ভলিতে বল জালে জড়ায়, গ্যালারিতে স্বাগতিকদের সমর্থক হাজার পাঁচেক সমর্থক আনন্দে মেতে ওঠেন।

এরপর সাজেদাকে বদলে তহুরা খাতুনকে নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। ৫২তম মিনিটে ডি-বক্সে বল নিয়ে ঢুকে শট নিতে পারেননি তহুরা; পাশে থাকা মার্জিয়া শট নিলেও বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। সাত মিনিট পর মারিয়া মান্ডার শট কোনো মতে কর্নারের বিনিময়ে ফেরার গোলরক্ষক।

৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ এবং কিরগিজস্তানকে ২-১ গোলে হারানো বাংলাদেশ। মনিকার থ্রু পাস ধরে বাঁ দিক দিয়ে খানিকটা এগিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মার্জিয়া। চলতি আসরে প্রথম গোল পেলেন এই ফরোয়ার্ড।

শেষের গোলে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ডিফেন্ডার শামসুন্নাহারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তহুরার শট মঙ্গোলীয় এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। এক অর্থে গোলটি আত্মঘাতী-ই বলা যায়। তবে বাংলাদেশ জিতেছে স্পষ্ট ৩-০ গোলের ব্যবধানে, এটাই ছিল এদিনের বড় সত্য।
নিউজওয়ান২৪.কম/এসএম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত