মওদুদের জন্য কাদেরের কষ্ট!
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
নিজ নির্বাচনী এলাকা (নোয়াখালী-৫) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের মনোনয়নপত্রে ত্রুটি ছিল, ঘাপলা ছিল জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। মওদুদ আহমদ সাহেবের মনোনয়নপত্রে ত্রুটি ছিল, ঘাপলা ছিল। তার প্রার্থিতা না টিকলে আমি কষ্ট পেতাম। তিনি নির্বাচন না করলে আমি খুব কষ্ট পাবো।
সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এদিকে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদেরের বিপরীতে নোয়াখালী-৫ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
ওবায়দুল কাদের বলেন, আমার নির্বাচনী এলাকায় বিএনপির হেভিওয়েট প্রার্থী মওদুদ আহমদ সাহেব। আমাকে রিলায়অ্যাবল সোর্স থেকে জানানো হয়েছিল যে তার (মওদুদ) মনোনয়নপত্রে কিছু কিছু ত্রুটি আছে, ঘাপলা আছে। আমি তখন মন্তব্য করেছিলাম যে মওদুদ আহমদ সাহেব নির্বাচন না করলে আমি খুব কষ্ট পাবো।
তিনি আরও বলেন, মওদুদ সাহেব নির্বাচন না করলে তো আর প্রতিদ্বন্দ্বিতা সেখানে জমবে না। আমি কার সঙ্গে নির্বাচন করবো, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবো? আমার এই মানসিকতা ছিল। ওনার প্রার্থিতা টিকে যাক এটা আমি চাই।
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও