ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ভয়ঙ্কর টেইলরকে ফেরালেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ২৪ অক্টোবর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে। এক্ষেত্রে এ ম্যাচে জয়ের বিকল্প নেই রোডেশিয়ানদের। তাদের দৃড় ব্যাটে সেই আভাসও মিলছে।

শুরুতেই ফিরে গিয়েছিলেন মাসাকাদজা। পরে সিফাস জুওয়াওকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেন ব্রেন্ডন টেইলর। দলীয় ৭০ রানে জুওয়াও ফিরলেও থেকে যান টেইলর। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন শন উইলিয়ামস। আর সেই মুহুর্তে ভয়ঙ্কর হয়ে ওঠা টেইলরকে ফেরালেন মাহমুদুল্লাহ।

শেষ খবর পর্যন্ত ২৮ ওভার শেষে ১৩৯/২ রান করেছে লালচাঁদ রাজপুতের দল। ইতিমধ্যে ক্যারিয়ারের ৩৫তম ফিফটি তুলে নিয়েছেন টেইলর। তিনি ৫৮ রানে ও উইলিয়ামস ২৩ রানে ব্যাট করছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। এক্ষেত্রে বড় নিয়ামক হতে পারে শিশির। এটিই পার্থক্য গড়ে দিতে পারে দুদলের।

তাই বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন মোহাম্মদ সাইফউদ্দিন। শুরুতেই দলকে সাফল্য এনে দেন তিনি। হ্যামিল্টন মাসাকাদজাকে মুশফিকুর রহিমের তালুবন্দি করে ফেরান প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময়ী এ ক্রিকেটার।

১৮ রানেই মাসাকাদজাকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। পরে ব্রেন্ডন টেইলরকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেন সিফাস জুওয়াও। দুর্দান্ত খেলছিলেন এ জুটি। প্রতি ওভারে পাচেঁর ওপরে রান তুলছিলেন তারা। চোখ রাঙাতে থাকেন টেইলর-জুওয়াও।

তবে তাদের পথে বাধা হয়ে দাঁড়ান মেহেদী হাসান মিরাজ। দলীয় ৭০ রানে ফজলে মাহমুদের ক্যাচ বানিয়ে জুওয়াওকে (২০) ফেরান তিনি।

নিউজওয়ান২৪/এমএম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত