ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

লিটনকে আম্পায়ারের আউট,

ভুল সিদ্ধান্তে নিষ্ক্রিয় ফেসবুক অ্যাকাউন্ট!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিতর্কিত সিদ্ধান্ত যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের! এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সূচনার পর উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছিল তখনই ভুল সিদ্ধান্ত আসে থার্ড আম্পায়ার রডনি টাকারের কাছ থেকে। আর এর কারণে তার (রডনি টাকারের) ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। ডিটি টাইগারর্স সোশ্যাল মিডিয়া সিকিউরিটি টিমের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মূলত এ ঘটনাটি ঘটেছে ইনিংসের ৪১তম ওভারে। কুলদ্বীপ যাদভের করা ওভারের শেষ বলটি পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি লিটন দাস। এর ফলে বল চলে যায় মহেন্দ্র সিং ধোনির হাতে।

এ সময় লিটনের পেছনের পা বেরিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে দ্রুত বেলস ফেলে দেন ধোনি। এরপর ভারতের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ার রডনি টাকারের কাছে রেফার্ড করা হয়।

পরক্ষনে বেশ কয়েকবার স্টাম্পিংয়ের মুহূর্ত দেখেন রডনি টাকার। সব বিশ্লেষণেই দেখা যায়, স্টাম্প ভাঙার আগেই লিটনের পা লাইন স্পর্শ করে। এমনকি তার পা মাটিতেই ছিল।

তাছাড়া লিটনের পায়ের অবস্থান ম্যাগনেটিক গ্লাস দিয়েও পর্যবেক্ষণ করা হয়। স্টাম্পের ক্যামেরা দিয়েও পর্যবেক্ষণ করা হয়। সেখানেও স্পষ্ট দেখা যায়, লিটনের পা লাইন স্পর্শ করার পরই স্টাম্প ভেঙে দেন ধোনি।

ওই সময় টেলিভিশনের ধারাভাষ্যেও বারবার বলা হচ্ছিল, বেনিফিট অব ডাউট, ক্রিকেটীয় আইনে যেটা সবসময় ব্যাটসম্যানের পক্ষেই যায়।

কিন্তু সব নিয়মের ঊর্ধ্বে গিয়ে ১১৭ বলে ১২১ রান করা লিটনকে আউট ঘোষণা করেন অস্ট্রেলিয়ার আম্পায়ার রডনি টাকার। সঙ্গে সঙ্গেই তার এহেন বিতর্কিত সিদ্ধান্তে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। এরপর নিষ্ক্রিয় দেখা যায় তার ফেসবুক আইডি।

নিউজওয়ান২৪/জেডএস

 

খেলা বিভাগের সর্বাধিক পঠিত