ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ভিয়েতনামে বন্যায় ১৩ জনের মৃত্যু, নিখোঁজ ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ১৪ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ১৩ জনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি এ তথ্য জানিয়েছে।

কুয়াং ট্রি, থুয়া থিয়েন হুয়ে, কুয়াং নাম, কুয়াং নাই ও বিনহ তিনহ প্রদেশের ১৪ জন বন্যার পানির তোড়ে ভেসে গেছে। এদের মধ্যে ১৩ জন মারা গেছে ও একজন নিখোঁজ রয়েছে।

সরকার জানায়, বন্যায় ১২ হাজার হেক্টর ধান ও অন্যান্য শস্য নষ্ট হয়েছে এবং প্রায় ১ লাখ ৬৩ হাজার ৫শ’ গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে।

এছাড়াও এতে ১২৩ কিলোমিটার খাল-বিল ও ১২৮ দশমিক ৭ মিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত