ব্রিটিশ সংসদে কার্যকর হচ্ছে প্রক্সি ভোট, কারণ টিউলিপ

ফাইল ছবি
ব্রিটিশ পার্লামেন্টে যোগ হতে যাচ্ছে প্রক্সি ভোটিং ব্যবস্থা। ব্রেক্সিট চুক্তির বিষয়ে ভোট দেয়ার জন্য লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সন্তান জন্মদান বিলম্বিত করার ঘটনার প্রেক্ষিতে এটা চালু হতে যাচ্ছে।
পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ কমন্সে আগামী এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে এই ভোটিং পদ্ধতি চালু করা হবে।
চলতি জানুয়ারিতে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেরেসা মে প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। সংসদের নিয়মানুসারে ভোটদানের জন্য সশরীরে উপস্থিত থাকা আবশ্যক। কিন্তু ওই দিনই ছিল টিউলিপের সন্তান জন্মদানের জন্য অপারেশনের নির্ধারিত দিন। ফলে বাধ্য হয়ে ভোটদানের জন্য তাকে সন্তান জন্মদানের তারিখ পেছাতে হয়েছিল। খবর দ্য গার্ডিয়ান’র।
ভোটের দিন টিউলিপ হুইল চেয়ারে করে পার্লামেন্ট কক্ষে উপস্থিত হন এবং থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট প্রদান করেন। পরবর্তীতে ভোটদানের একদিন পর তিনি তার সন্তান জন্মদান করেন। তার সন্তানের নাম রাখা হয়েছে, রাফায়েল মুজিব সেইন্ট জন পার্সি।
টিউলিপকে প্রক্সি ভোট দিতে না দেয়ার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে ব্রিটিশ এমপিদের মধ্যে। প্রাথমিকভাবে ক্ষমতাসীন কনজারভেটিভদের কাছ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, টিউলিপ নিজে পার্লামেন্টে উপস্থিত না থেকে অন্য কাউকে তার ভোট দেয়ার জন্য মনোনীত করতে পারবেন।
কিন্তু পরবর্তীতে কনজারভেটিভরা জানান, ভোটদান করতে হলে টিউলিপকে স্বশরীরে পার্লামেন্টে উপস্থিত থাকতে হবে। এই ঘটনায় এমপিদের তীব্র সমালোচনার শিকার হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের পুরনো রীতি ও ক্ষমতাসীন কনজারভেটিভরা।
এ ঘটনায় টিউলিপ বলেন, এটা খুবই দুঃখজনক, জ্যেষ্ঠ রাজনীতিবিদরা একপাক্ষিক সুবিধা অর্জনের আশায় প্রক্সি ভোটিং কার্যকরে বিলম্ব করছেন।
মঙ্গলবার হাউজ অফ কমন্স নেতা আন্ড্রেয়া লিডসম এক ঘোষণায় জানান, মঙ্গলবার প্রক্সি ভোটিং চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আগামী ২৮ জানুয়ারি হাউজ অফ কমন্সে এই বিষয়ক একটি বিল অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
লিডসম তার ঘোষণায় বলেন, আমি নিম্নকক্ষকে এটা জানাতে পেরে আনন্দিত যে, মাতৃত্ব, পিতৃত্ব ও দত্তক গ্রহণের মতো ঘটনায় প্রক্সি ছুটি বিষয়ে একটি বাস্তব বিলের প্রস্তাব উত্থাপিত হয়েছে। আগামী ২৮ জানুয়ারি বিলটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
টিউলিপ নতুন ঘোষণার প্রতিক্রিয়ায় নিজের ও তার সন্তানের একটি ছবি টুইট করে লিখেন, ছয় দিনের রাফায়েলকে নিয়ে জরুরি এই প্রশ্ন দেখছি। হাউজ অফ কমন্সে ঐতিহাসিক ‘#প্রক্সিভোটিং’য়ের সূচনায় হ্যানসার্ডে উল্লেখিত হয়ে সে আনন্দিত। এটি একটি আবশ্যক পরিবর্তন। আমি এই পরিবর্তনকে স্বাগতম জানাই।
গেল গ্রীষ্মে টিউলিপের মতো একই ঘটনার শিকার হয়েছিলেন অপর এক সাংসদ জো সুয়িনসন। তার এক জরুরি প্রশ্নের প্রতিক্রিয়ায়ই প্রক্সি ভোটিং চালুর ঘোষণা দেন লিডসম।
প্রক্সি ভোটিং চালু হলে, সংসদ সদস্যরা তাদের পক্ষে ভোট দেয়ার জন্য অপর একজন সংসদ সদস্যকে মনোনীত করতে পারবেন।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নাতনী। তিনি শেখ রেহানার মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।
নিউজওয়ান২৪/আ.রাফি
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন