ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলার কসবা ও বাঞ্ছারামপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (২৭) ও বাঞ্ছারামপুর উপজেলার খাসনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সবুজ মিয়া (২২)।

কসবা থানার ওসি আব্দুল মালেক জানান, বৃষ্টির মধ্যে বাড়ির বারান্দায় অবস্থানকালে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ নিলুফার।

অপরদিকে বাঞ্ছারামপুর থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন সবুজ মিয়া। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত