ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ব্যথামুক্ত তামিম, প্রস্তুত তিনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 
সাইড স্ট্রেনের ব্যথার কারণে দিন তিনেক তাকে ব্যটিং অনুশীলন বন্ধ রাখতে বলেছিলেন চিকিৎসকরা। কিন্তু মিরপুর একাডেমি মাঠে শুক্রবার যেভাবে ব্যাটিং অনুশীলন করলেন, তাতে স্পষ্ট ব্যথামুক্ত হয়ে তিনি এখন স্বচ্ছন্দ। সতীর্থরা খেলছেন মাঠে, তাকে থাকতে হচ্ছে নেটে। তবে নেটে অনুশীলন করতে পারাই আপাতত তামিম ইকবালের জন্য বড় খবর।

স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, পুল শট, সুইপ, উড়িয়ে মাঠছাড়া করা- সব ধরনের অনুশীলনই করতে দেখা গেল তামিমকে। এসবই অবশ্য স্পিনে। থ্রোয়ার হাতে তাকে বল ছুড়েছেন ট্রেনার মারিও ভিল্লাভারানেও। সাদা বলের এই অনুশীলনে আগ্রাসী ব্যাটিংয়ে একাধিকবার বল উড়িয়ে পাঠালেন একাডেমি মাঠ থেকে শেরেবাংলা স্টেডিয়ামের পার্কিং এরিয়ায়।

ঘণ্টাখানেকের নেট সেশনের পর আজ পেস বোলিংয়ে অনুশীলন করবেন তামিম। লক্ষ্য ৯ ডিসেম্বর শুরু তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য শতভাগ প্রস্তুত হওয়া। তার আগে ৬ ডিসেম্বর প্রস্তুতি ম্যাচও খেলার ইচ্ছা তামিমের।

নিউজওয়ান২৪/ইরু

খেলা বিভাগের সর্বাধিক পঠিত