ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বৌ পেটানোর দায়ে স্বামীর জেল

গেরামের খবর

প্রকাশিত: ০০:২৩, ২৭ জুলাই ২০১৭  

প্রতীকী ছবি.

প্রতীকী ছবি.

প্রকাশ্যে বৌকে পেটানোর দায়ে স্বামী আব্দুল রহমানকে (৩৫) কারাগারে পাঠিয়েছে চট্টগ্রাম আদালত।

বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরানের আদালতে এ ঘটনা ঘটেছে।

এসময় আদালতের কার্যক্রম চলছিল। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে অপরাধ আমলে নিয়ে ওই ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। আব্দুর রহমান বাকলিয়া এলাকার জাফর আহমদের ছেলে।

এ ব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, আদালত চলাকালিন এজলাস কক্ষের প্রবেশপথে স্ত্রী শারমিন আক্তারের কাছে মোবাইল খুঁজেন স্বামী। এসময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। শারমিন তার স্বামীর শার্টের কলার চেপে ধরেন। এক পর্যায়ে স্বামী মারধর শুরু করেন। মহানগর হাকিম স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন। মারধর করে সাধারণ জখম করার অপরাধে আদালত আসামিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

আদালতের সূত্র মতে, বাকলিয়া থানার পুলিশ মঙ্গলবার রাতে শারমিনের ভাই মঞ্জুরুল ইসলামের স্ত্রীর দায়ের করা মামলায় আটক করেছেন। ভাইকে দেখতে শারমিন আদালতে গিয়েছিলেন। পরে আব্দুর রহমান এজলাস কক্ষে ঢুকে স্ত্রীকে ডেকে বের করে নিয়ে যাচ্ছিলেন। এসময় হঠাৎ মারধর শুরু হয়।

আব্দুর রহমান তার স্ত্রীর গলা টিপে ধরেন। মোবাইল কেড়ে নেন। এসময় আদালতের নির্দেশে পুলিশ দ্রুত স্বামী-স্ত্রীকে কাঠগড়ায় নিয়ে যান। স্ত্রী ঘটনার বর্ণনা দেন। স্বামী অভিযোগ স্বীকার করেন।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত