ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

‘বেসামাল ড. কামাল, বেপোরোয়া ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ১৫ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে নৌকার গণজোয়ার দেখে বেসামাল ড. কামাল। সে সঙ্গে বেপোরোয়া হয়ে পড়েছেন ঐক্যফ্রন্ট ও তার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা। তাদের আচরণে এমনটাই পরিলক্ষিত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিববার দুপুরে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় সাংবাকিদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকদের ‘খামোশ’ বলে ড. কামাল পুরনো পাকিস্তানি ভাষা ব্যবহারের স্বরূপ ঢাকতে পারেননি। তিনি যে নীতি-নৈতিকতার কথা বলেন, নষ্ট রাজনীতির কথা বলেন গতকাল তা আরেকবার প্রমাণ করেছেন। তিনিই মূলত বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা। ড. কামাল প্রমাণ করলেন মানুষের শক্তি যত কমে আসে, তার মুখের বিষ তত উগ্র হয়ে যায়। তারা দুর্বল হয়ে পড়েছে। সেজন্য তাদের মুখের বিষ তীব্র হয়ে পড়েছে।

এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, এখন মির্জা ফখরুল বা বিএনপির সঙ্গে শতকরা ১০ জন লোকও নেই। আওয়ামী লীগের সঙ্গে ৯০ শতাংশ লোক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিএনপি নিজেরাই দায়ী।

এ সময় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত