ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বেলুচিস্তানে বাস থেকে নামিয়ে ১৪ জনকে হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ১৮ এপ্রিল ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের উপকূলীয় ওরমারা এলাকায় বাস থেকে নামিয়ে গুলি করে কমপক্ষে ১৪ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন.কম। 

বেলুচস্তানের মাকরান উপকূলীয় মহাসড়কের ওরমারা এলাকার বুজি তোপ এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

বেলুচিস্তানের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহসিন হাসান বাট জানান, ১৫-২০ জনের সশস্ত্র সন্ত্রাসী এই ঘটনায় জড়িত। তারা ছদ্মবেশে ছিল। প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব হায়দার আলি এএফপিকে জানান, ঘাতকরা যে ইউনিফর্ম পরে ছিল তা সেখানকার ফ্রন্ট্রিয়ার কর্পস যে ধরনের ইউনিফর্ম পরে তার সঙ্গে মিলে যায়। 

সশস্ত্র ব্যক্তিরা মহাসড়কের ওপর থামায় করাচি ও গাওয়াদার রুটে চলাচলকারী বাসটিকে থামায়। এরপর যাত্রীদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে কমপক্ষে ১৪জনকে বাস থেকে নামায়। এরপর তাদের গুলি করে হত্যা করা হয়।

বিভিন্ন গণমাধ্যমে পাঠনো বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে ‘বালুচ রাজি আজোই সানগার' নামের একটি গোষ্ঠী৷বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মুখপাত্র হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানায়, এই হামলায় বেছে বেছে উপকূলক্ষী ও সেনাবাহিনী সদস্যদের হত্যা করা হযেছে; বেসামরিক কোনো ব্যক্তিকে হত্যা করা হয়নি।জাতীয় পরিচয়পত্র দেখে নিশ্চিত হয়েই তাদের হত্যা করা হয়েছে। পাকিস্তানের সবচেয়ে দরিদ্র ও অনগ্রসর প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর লড়াই চলছে ২০০৪ সাল থেকে।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত