বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
বৃষ্টির কারণে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।বেরসিক বৃষ্টির তীব্রতা এত বেশি ছিল যে, টসই করা যায়নি এ ম্যাচে।
বৃহস্পতিবার (৯ মে) আয়ারল্যান্ডের ডাবলিনের ম্যালাহাইডের দ্য ভিলেজ স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল মাশরাফি বিন মর্তুজা ও উইলিয়াম পোর্টারফিল্ডের দলের। কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ। ফলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল। টাইগার-আইরিশ দুই শিবিরের ভাগ্যে জুটেছে ২টি করে পয়েন্ট।
আইরিশদের বিপক্ষে জিতলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পথে অনেকখানি এগিয়ে যেত বাংলাদেশ। কিন্তু সেই আশায় গুঁড়ে বালি! এদিন সকাল থেকে কয়েক দফা বৃষ্টি হয়েছে ডাবলিনে।
এরপর পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটার দিকে পিচের ওপর থেকে কভার সরানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তখনই ফের বৃষ্টি শুরু হয়। যা চলছে অনবরত।
ফলে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটার দিকে ম্যাচটি বাতিল বলে ঘোষণা করেন দুই আম্পায়ার। এতে আইরিশরা লাভবান হলেও টাইগাররা হারিয়েছে সম্ভাব্য আরও ২ পয়েন্ট। কারণ ফর্ম ও শক্তি বিবেচনায় আইরিশদের বিপক্ষে সবদিক থেকে এগিয়ে ছিলেন মাশরাফি-তামিম-সাকিবরাই।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবশেষ তিন ম্যাচের দুটিই এই একই কারণে পরিত্যক্ত হলো। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইরিশদের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিল টাইগাররা। তখনও একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার সবার ওপরে বাংলাদেশ। ২ ম্যাচে স্টিভ রোডসের শিষ্যদের অর্জন ৬ পয়েন্ট। ৫ পয়েন্ট (বোনাস পয়েন্টসহ) নিয়ে দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের অর্জন ২ পয়েন্ট।
সিরিজে বাংলাদেশের পরের দুটি ম্যাচ আগামী ১৩ ও ১৫ মে, যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল