ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বুদ্ধের জন্মদিন উদ্‌যাপন হবে জাতিসংঘে

বাপ্পা বড়ুয়া

প্রকাশিত: ২১:৩৬, ২০ এপ্রিল ২০১৬   আপডেট: ০০:৫৪, ২ মে ২০১৬

ওয়াশিংটন ডিসি থেকে: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আগামী ২০ মে গৌতম বুদ্ধের জন্মদিন (ভেসাক ডে বা বুদ্ধ পূর্ণিমা) উদযাপন করা হবে।

ওইদিন সকালে জাতিসংঘ সদর দফতরে বৌদ্ধ ধর্মীয় পতাকা, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিজস্ব পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে বুদ্ধপূজা, ধূপ পূজা, পুষ্প পূজা উৎসর্গ, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় দেশনা, পিণ্ডদান ও মহাসংঘদান অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ সদস্য রাষ্ট্র ভারত, ভুটান, শ্রীলংকা, লাওস, কম্বোডিয়া, চীন, কোরিয়া, জাপান, ভিয়েতনাম, মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সদস্য রাষ্টগুলোকে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠাবেন। সাধারণ পরিষদের অনুষ্ঠানে বিশ্বজুড়ে বিভিন্ন বৌদ্ধ প্রধান রাষ্ট্রের প্রাচীন স্থাপনার কৃষ্টি, সভ্যতা ও নিদর্শনগুলি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হবে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বাসিন্দাসহ বিভিন্ন রাজ্যে বসবাসরত বৌদ্ধ সম্প্রদায়ের বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্ক এর অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন ভিক্ষু।

নিউজওয়ান২৪.কম/একে

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত