ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বিশ্বের প্রথম ‘কোরআনিক পার্ক’ (ভিডিও)

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ৪ এপ্রিল ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিশ্বের প্রথম ‘আল কোরআন পার্ক’ চালু হয়েছে দুবাইয়ে। সম্প্রতি দেশটির আল-খাওয়ানিজ অঞ্চলে এটি চালু হয়। এই পার্কের মাধ্যমে পবিত্র গ্রন্থ কোরআন সম্পর্কে আরো বেশি ধারণা পাবেন দর্শনার্থীরা।

দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, উদ্বোধনের পর এই পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয়া হয়। পার্কটির মাধ্যমে ইসলামের অর্জনগুলো মানুষ ভালোভাবে জানতে পারবে।

গত ২৯ মার্চ কোরআনিক পার্ক চালু করা হয়। এদিন সব দর্শনার্থী বিনামূল্যে পার্কটি ঘুরার সুযোগ পেয়েছেন। কোরআনিক পার্কটির আয়তন ৬০ হেক্টর। এটা কোরআনের অলৌকিক ঘটনাবলির আলোকে বিভিন্ন কর্নার ও বাগানের মাধ্যমে সাজানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই পার্ক ইসলাম ও পবিত্র কোরআন সম্পর্কে দর্শনার্থীদের আগ্রহী করে তুলবে।

দেখুন ভিডিও>>>

কোরআনে উল্লেখিত ৫৪টি গাছের সমন্বয়ে ১২টি উদ্যান রয়েছে পার্কটিতে। পাশাপাশি এতে কৃত্রিম হ্রদও তৈরি করা হয়েছে। আগত দর্শনার্থীদের সুবিধার্থে কোরআনের প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা লিখে দেয়া হয়েছ প্রতিটি নির্মাণের পাশে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে রয়েছে ডিজিটাল থিয়েটার। যেখানে কোরআনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিও দেখানো হবে।

নিউজওয়ান২৪/আ.রাফি