বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী’র আদ্যোপান্ত
নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপ জয়ী আকবর আলীর- ছবি: সংগৃহীত
টাইগার ভক্তদের বুকে বিশ্বকাপের আশার আলো জ্বলে সেই আলো নিভেছে বেশ কয়েকবার। বাংলাদেশের ক্রিকেটে আইসিসির বিশ্বকাপ অর্জন ছিল একটি অধরা স্বপ্ন। তবে এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জয়ে সেই অধরা স্বপ্ন ধরা দিল। আর এ জয়ের নায়ক জুনিয়র টাইগারদের অধিনায়ক আকবর আলী।
পরাজয়ের মুখ থেকে টেনে দলকে জেতানো নায়কোচিত তরুণীটির প্রশংসা এখন বিশ্বজুড়ে।
চলুন তাহলে জেনে নিই বিশ্বকাপ জয়ী আকবর আলীর আদ্যোপান্ত-
আকবর আলী ২০০১ সালের ৮ অক্টোবর রংপুর সদরের পশ্চিম জুম্মাপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি মোহাম্মদ মোস্তফা ও মা শাহিদা বেগম দম্পতির পঞ্চম সন্তান।
ছোটবেলা থেকে আকবর ছিলেন ক্রিকেট আসক্ত। ফলে স্থানীয় স্কুলের পর বিকেএসপিতে ভর্তি করা হয় তাকে। পরে সেখান থেকে এইচএসসি পাস করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিবিএ’তে অধ্যয়ন করছেন তিনি।
২০১৯ সালের ৮ মার্চ উইকেটকিপারের পাশাপাশি সমানতালে ব্যাট চালানো আকবর আলীর অভিষেক হয়। তিনি আবাহনীর পক্ষে খেলেছেন। এরপরই লিস্ট এ’তে ১৩টি ম্যাচ খেলেন তিনি। এতে ২২.৬৬ গড়ে ২২৯ রান করেছেন। দুটি টি-২০তে ৮৫ রান করেছেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আকবরের ইনিংসগুলো হল- ১২, ২৩, ৫, ১৬*, ৫*, এবং ৪৩*। উইকেটের পেছনে থেকে সাতটি ক্যাচ নেয়ার পাশাপাশি একটি স্ট্যাম্পিং করেছেন তিনি।
এদিকে বিশ্বকাপ চলার সময় জমজ সন্তান প্রসব করতে গিয়ে না ফেরার দেশে চলে যান আকবরের বোন। বোন হারানোর বেদনা বুকে চেপে তিনি বাংলাদেশের হয়ে ইতিহাস গড়লেন।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল