ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বিমানবালার কাণ্ড...

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ১৬ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

বিমানে চড়তে গিয়ে পাশের আসনের সহযাত্রীর সঙ্গে আপনার ঝামেলা হতেই পারে। ব্যাপারটি আসলেই বিরক্তিকর। এখন ভাবেন তো বিমানবালারা প্রতিনিয়ত এসব বিষয় কীভাবে মোকাবেলা করেন।

যাই হোক, এমন একজন বিমানবালাকে পাওয়া গেল যিনি বিচক্ষণতা আর কৌতুকের সঙ্গে বিষয়টি মোকাবেলা করলেন। সম্প্রতি উড্ডয়নকালে বিমানের ভেতর ঘটনাটি ঘটেছে জাপানে।

বিমানের এক যাত্রী দাবি করেন তাকে অন্য সারির একটি আসনে দেওয়া হোক কারণ তার আসনটি জানালার পাশে ছিল না।

ওই অভিযোগের জবাবে বিমানবালা কয়েকবারই বলেন, বিমানে কোনো আসন খালি নেই। কিন্তু এরপর আবার সেই একই অভিযোগ। এবার বিমানবালা এগিয়ে এলেন। হাসিখুশি মুখে চমৎকার সমাধান দিলেন। এক টুকরো কাগজে তিনি একটি জানালা আঁকলেন। তারপর কাগজটি যাত্রীর পাশে ফাঁকা দেয়ালে আটকে দিলেন।

নিউজওয়ান২৪/ইরু 

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত