ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৬৬০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৩ টার দিকে কুয়েত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম নিউজ ওয়ান২৪কে এ তথ্য জানান।

মহাপরিচালক জানান, আগেই গোয়েন্দা তথ্য ছিল কুয়েত থকে আসা ফ্লাইটে অবৈধ সিগারেট আসবে। এ তথ্যে গ্রীন চ্যানেল, ব্যাগেজ বেল্টসহ বিমিনবন্দর থেকে বের হওয়ার সব পথে নজারদারি বাড়িয়ে দেন গোয়েন্দারা। রাত ২টার দিকে কুয়তে থেকে কেইউ-২৮৩ নম্বর ফ্লাইটটি রোববার রাত সাড়ে ৩ টার দিকে শাহজালালে আসে। কুয়েত ফ্লাইটের জন্য নির্ধারিত ৪ নম্বর ব্যাগজ বেল্ট থেকে ব্যাগ সংগ্রহ করে এক যাত্রী গ্রীন চ্যানলেরে দিকে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দা দল তাকে চ্যালঞ্জে করে। তার পাসর্পোট দেখতে চায়।

কিন্তু হঠাৎ ওই যাত্রী তার পাসর্পোট রেখেই ভিড়ের মধ্যে পালিয়ে যায়। এছাড়া ব্যাগজে বেল্টে পরত্যিক্ত অবস্থায় আরো ২টি লাগেজ পাওয়া গেছে। অপরদিকে সৌদি এয়ারলাইন্সের এসবি- ৮০২ নম্বর ফ্লাইটের জন্য নির্ধারিত ৫ নম্বর বেল্ট পরিত্যক্ত অবস্থায় আরো ২টি লাগেজ পাওয়া যায়। সবগুলো লাগেজ স্ক্যান করে বিপুল পরিমাণ সিগারেটের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে লাগেজগুলো খুলে ৬৬০ কার্টনে ১ লাখ ৩২ হাজার শলাকা সিগারেট উদ্ধার করা হয়। আদানি নিষিদ্ধ এসব সিগারেটের মূল্য ৬০ লাখ ৫০ হাজার টাকা।

তিনি বলেন, সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০শতাংশ) ফাঁকি দেয়ার জন্যেই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়া যাত্রীর বিষয় তদন্তের স্বার্থে বলেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজ ওয়ান২ ৪/জেডএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত