ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বিপিএলের তৃতীয় পর্ব শেষে পয়েন্ট টেবিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ২৫ জানুয়ারি ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে এখন পর্যন্ত ২৮টি ম্যাচ শেষ হয়েছে। 

৭টি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে শেষ চারে উঠার দৌড়ে। ৫ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ঢাকা পর্বে মোট ১৪টি ম্যাচ। দ্বিতীয় পর্বে সিলেটে হয়েছে ৮টি ম্যাচ। তৃতীয় পর্বে আবারও ঢাকায় হয়েছে ৬টি ম্যাচে আর আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে চতুর্থ পর্বের ম্যাচ গুলো। যেখানে মোট ১০টি ম্যাচ হবে। 

আজ শুক্রবার চট্টগ্রাম পর্বে মাঠে গড়াবে বিপিএল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই চট্টগ্রাম পর্ব শুরু করবে চিটাগং ভাইকিংস।

বিপিএল এবারের আসরের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত এসেছে বেশ চমক। শুরুতে পয়েন্ট টেবিলে একক আধিপত্য ছিল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের। কিন্তু ঢাকার দ্বিতীয় পর্বে একের পর এক জয়ে তাদের ছাপিয়ে গেছে মুশফিকুর রহিমের চিটাগং। আর পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স।

এবারের আসরে বড় বড় অনেক তারকা থাকলেও খুলনা শেষ জয়ের দেখা পেয়েছে তৃতীয় পর্বের শেষ ম্যাচে। সিলেট সিক্সার্সের বিপক্ষে এই জয়ে প্রথমবারের মতো ৭ নম্বর জায়গাটি ছেড়ে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। সেই জায়গাটি নিয়েছে সিলেট। আসর জুড়ে ২টি জয় রয়েছে তাদেরও। ডেভিড ওয়ার্নার ফিরে যাওয়ার পর দুর্দশা আরও ঝেঁকে বসেছে সিক্সার্স শিবিরে।

এছাড়া সিলেট থেকে ফিরে পয়েন্ট তালিকায় হেরফের হয়নি তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান, মাশরাফি বিন মোর্তজার রংপুর রাইডার্স ও মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসের। যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরের জায়গাটা ধরে রেখেছে এই তিনটি দল। তৃতীয় পর্বে একটি করে জয় পেয়েছে কুমিল্লা, রংপুর ও রাজশাহী।

ডাবল লিগ রাউন্ড শেষে শীর্ষ চার দল প্লে-অফে মুখোমুখি হবে। এরপর তিনটি কোয়ালিফায়ার ম্যাচ মাঠে গড়াবে যেখানে প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের ১ ও ২ নম্বর দল মোকাবেলা করবে। এরপর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ৩ ও ৪ নম্বরে থাকা দল।

দ্বিতীয় কোয়ালিফায়ারে মোকাবেলা করবে এলিমিনেটর ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল। সবশেষে দুই কোয়ালিফায়ারে জয়ী দল ফাইনালে লড়াই করবে।

চলুন এক নজরে দেখে নেয়া যাক তৃতীয় পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল-
 

(১) চিটাগং ভাইকিংস

ম্যাচ     জয়     পরাজয়    পয়েন্ট    নেট রান রেট
৭          ৬           ১          ১২       ০.৩৩৯

 

(২) ঢাকা ডায়নামাইটস

ম্যাচ     জয়     পরাজয়    পয়েন্ট    নেট রান রেট
৮          ৫          ৩         ১০        ১.৩৬১

 

(৩) কুমিল্লা ভিক্টোরিয়ানস

ম্যাচ     জয়     পরাজয়    পয়েন্ট    নেট রান রেট
৮         ৫           ৩         ১০        -০.০৩৭

 

(৪) রংপুর রাইডার্স

ম্যাচ     জয়     পরাজয়    পয়েন্ট    নেট রান রেট
৮          ৪          ৪           ৮         ০.২৬৪

 

(৫) রাজশাহী কিংস

ম্যাচ     জয়     পরাজয়    পয়েন্ট    নেট রান রেট
৮          ৪           ৪          ৮         -০.৩৪৯

 

(৬) খুলনা টাইটান্স

ম্যাচ     জয়     পরাজয়    পয়েন্ট    নেট রান রেট
৯          ২           ৭          ৪         -০.৬৫৩

 

(৭) সিলেট সিক্সার্স

ম্যাচ     জয়     পরাজয়    পয়েন্ট    নেট রান রেট
৮         ২            ৬        ৪           -০.৮৪২

নিউজওয়ান২৪/আ.রাফি

খেলা বিভাগের সর্বাধিক পঠিত