বিপিএল টিম রিভিউ: রাজশাহী কিংস
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রতি বিপিএলের ন্যায় আসন্ন বিপিএলেও দল গড়েছে রাজশাহী কিংস। কিন্তু এবারের রাজশাহীর দল নিয়ে অধিকাংশ রাজশাহী ভক্তই বেশ হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে গতবারের দুই সিজনের অধিনায়ক ড্যারন সামি, সামিত পাটেল, ডোয়াইন স্মিথ, কেরসিক ঊইলিয়ামস, লুক রাইটের মতো খেলোয়াড়দের ছেড়ে দেয়ায় হতাশ রাজশাহী সমর্থকরা। তবে সবচেয়ে বেশি হতাশা প্রকাশ করেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকেও ছেড়ে দেয়াতে। মুশফিকের মতো দেশসেরা ব্যাটসম্যানকে ছেড়ে দেয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় তুলেছে সমর্থকরা।
এবারের দলে সবচেয়ে বড় সমস্যা হতে পারে দলে একজন নেতা সমান খেলোয়াড় নেই। সেই সঙ্গে ভালো খেলোয়াড়দের সংকটের কারণে বড় প্রভাব ফেলত পারে দলের ওপর আসন্ন বিপিএলে। যেহেতু মমিনুল হক জাতীয় `এ` দলের অধিনায়ক সে হিসেবে তার হাতেই উঠতে পারে অধিনায়কত্বের মূল দায়িত্ব। যদিও এই দৌড়ে সৌম্য সরকারও রয়েছেন। সব মিলিয়ে রাজশাহীর দলটি কেমন হলো আসুন জেনে নেই।
ব্যাটিং
রাজশাহী দলের স্কোয়াডে ওপেনিংয়ে চারজন ব্যাটসম্যানকে বিবেচনা করছে রাজশাহী। তারা হচ্ছেন মমিনুল হক, ফজলে রাব্বি, সৌম্য সরকার ও জাকির হাসান। সবচেয়ে অবাক করা বিষয় সৌম্য ছাড়া এদের কেউই জাত ওপেনার নন। এদের সবারই প্রথম দিকে খেলার অভিজ্ঞতা থাকলেও নেই ওপেনিংয়ে খেলার তেমন অভিজ্ঞতা।
সব দিক বিবেচনা করে বরাবরের মত ওপেনিং থাকবেন মমিনুল হক। তাকে সঙ্গ দিবেন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফর্মে ফেরা সৌম্য সরকার। রাজশাহী অবশ্যই চাইবে সৌম্য-মমিনুল জুটি তাদের দারুন একটা সুচনা গড়ে দিক। সৌম্য-মমিনুল নিজেদের দিনে যেকোনো দলকে একাই হারিয়ে দেয়ার ক্ষমতা রাখেন।
ওপেনিংয়ের পর টপ অর্ডারে থাকছেন জাকির হাসান, ক্রিস্টিয়ান জোংকার ,লরি ইভান্স এবং ৩ মৌসুম পর বিপিএলে দল পাওয়া মার্শাল আইয়ুব। জাকির হাসান দলের একমাত্র উইকেটরক্ষক। সেই হিসেবে নিশ্চিতভাবেই তিনি একাদশে জায়গা করে নিবেন। এছাড়া জোংকার এবং লরি ইভান্সের টি-টোয়েন্টি পারফরম্যান্স খুব একটা বলার মতো নয়। তবে দুইজনের স্ট্রাইকরেট ১৩০ এর ঘরে। সেই হিসেবে রাজশাহী দলকে দ্রত রান এনে দিতে পারবেন এই দুই ব্যাটসম্যান। মার্শাল আইয়ুব মূলত টেস্ট স্পেশালিস্ট। সে কারণে তিনি যে একাদশে থাকবেন না সেটা এক প্রকার নিশ্চিত। ব্যাক খেলোয়াড় হিসেবেই দলে নেওয়া হয়েছে তাকে।
মিডল অর্ডারে রয়েছেন ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করা ফজলে রাব্বি। জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থ হলেও ঘরোয়া লিগের পারফরম্যান্স ধরে রাখতে পারলে বিপিএলে ভালো কিছু আশাই করা যায় তার থেকে। এছাড়া রয়েছেন রায়ান টেন ডেস্কাটের মতো বিধ্বংসী ব্যাটসম্যান। তিনি ছাড়াও আফগান অলরাউন্ডার কায়েস আহমেদ এবং বাংলাদেশ দলের ভবিষ্যৎ ‘সাকিব’ মেহেদী হাসান মিরাজতো রয়েছেনই।
ফিনিশারের দায়িত্ব পাবেন শ্রীলংকান সেক্কুগে প্রশান্না আর আলাউদ্দিন বাবুর মতো প্রতিভাবান খেলোয়াড়রা। সব মিলিয়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ অন্যান্য দলের মতো তেমন আহামরি না এবার। তবে তাদের হাতে ভালো ব্যাটসম্যানদের ভেড়ানোর এখনো সুযোগ রয়েছে।
বোলিং
রাজশাহী দলের ব্যাটিং লাইনআপ নড়বড়ে হলেও অভিজ্ঞতা আর তারুণ্য মিশ্রিত বোলারদের নিয়ে বেশ শক্তিশালী বোলিং লাইনআপ গড়েছে তারা।
রাজশাহীর পেস বোলিংয়ের মূল দায়িত্ব ঘাড়ে উঠবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ওপর। তাকে সঙ্গ দিবেন অভিজ্ঞ পাকিস্তানী পেসার মোহাম্মদ সামি এবং ইসুরু উদানা। এছাড়া রয়েছেন কামরুল রাব্বি এবং পার্টটাইম পেসার আলাউদ্দিন বাবু, টেন ডেস্কাট এবং সৌম্য সরকারের মতো বোলার যারা দলের যেকোনো প্রয়োজনে ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষমতা রাখেন।
স্পিনের সব দায়িত্ব নিতে হবে বাংলাদেশের দুর্দান্ত অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকেই। এছাড়া তাকে সঙ্গ দিবেন আফগান লেগি কায়েস আহমেদ ও দেশীয় খেলোয়াড় আরাফাত সানি। দলের প্রয়োজনে সেক্কুগে প্রসান্না ও বাঁহাতি স্পিনার ফজলে রাব্বিও হাত ঘোরাতে পারবেন।
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল