ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বিন সালমানের নির্দেশেই খাশোগিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ১৭ নভেম্বর ২০১৮  

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান


সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)।

গতমাসে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি। 

যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সিএনএনকে জানায়, তুর্কি সরকার সিআইএ-এর কাছে যে রেকর্ড সরবরাহ করেছে সেটি শুনে এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছে তারা।

সাংবাদিক জামাল খাশোগি

ওই কর্মকর্তারা আরো বলেন, এরকম একটি অপারেশন বিন সালমানকে না জানিয়ে করা হয়নি বরং তার ব্যক্তিগত নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়।

সিএনএন জানিয়েছে, সিআইএ-এর তদন্ত নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিআইএর এই তদন্ত প্রতিবেদনকে বেশ নির্ভরযোগ্য মনে করছে।

অবশ্য তদন্ত সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ কর্মকর্তারা। অন্যদিকে বিন সালমানের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে সৌদি সরকার। যদিও শুরু থেকেই সৌদি কর্তৃপক্ষ বিন সালমানের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে আসছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে ১১ হাজার কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির স্বার্থে খাশোগি হত্যায় সৌদি যুবরাজের হাত থাকার বিষয়টি অস্বীকার করে এতদিন যেসব বক্তব্য দিয়ে আসছিলেন সিআইএ’র এই মূল্যায়নের পর তা আর সম্ভব হবে না। আমেরিকার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে খাশোগি হত্যার জন্য সৌদি যুবরাজকে দায়ী করা হয়নি।

জামাল খাশোগি মূলত সৌদি আরবের নাগরিক হলেও তিনি দেশটির সরকারের কঠোর সমালোচক হয়ে উঠেছিলেন। বিয়ের জন্য কাগজপত্র সংগ্রহ করতে অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে যান খাশোগি। এরপর থেকে নিখোঁজ হন তিনি।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত