ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বিজেপির থিম সং গান নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ৭ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

পশ্চিমবঙ্গের জন্য তৈরি করা বিজেপির নির্বাচনী ‘থিম সং’ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন।

বিজেপির ওই গানে নির্বাচনী প্রতীক ‘পদ্মফুল’ পশ্চিমবঙ্গে ফুটবে ও তৃণমূল কংগ্রেসকে ‘না’ বলতে বলা হয়েছে। খবর এনডিটিভির।

অমিত চক্রবর্তীর লেখা এই গানটির সুর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র।

সহকারী প্রধান নির্বাচনী কর্মকর্তা সঞ্জয় বসু বলেছেন, এই গানটির কোনো আগাম অনুমতিপত্র না নিয়েই এটি বিভিন্ন জায়গায় বাজানো হয়েছে। তাই এটি বাজানো বন্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও গানটির কথা নিয়ে আপত্তি তুলে একটি অভিযোগ করেছে।

রাজ্যের প্রধান নির্বাচনী দফতর বিজেপিকে গানটির একটি সংশোধিত সংস্করণ জমা দিতে বলার পর বিজেপি গানটি নতুন করে জমা দিয়ে অনুমতির আবেদন জানিয়েছে।

নিউজওয়ান২৪/ইরু

 

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত