ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বিএনপির ৫ হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ৯ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে বিএনপির পাঁচ হাজার নেতাকর্মী করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপিতে খুব‌ই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের অত্যন্ত সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ডা. জাহিদ হোসেন এবং রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন।

আজ (শুক্রবার) বিকেলে এক সংবাদ সম্মেলনে (ভার্চুয়াল) তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা থানা-ইউনিয়ন পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছি। সারাদেশে করোনায় বিএনপির চার শতাধিক নেতাকর্মী মারা গেছেন। আর পাঁচ হাজার নেতাকর্মী করোনা আক্রান্ত আছেন। এটা গত ২-৩ দিন আগের খবর। 

তিনি বলেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, খন্দকার আহাদ চৌধুরীসহ অনেকেই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত