ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বিএনপির ৩৮ নেতাকর্মী পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫০, ১৬ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া তিন মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মীকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান। তিনি জানান, পৃথক তিন মামলায় আজ আদালতে মামলা তিনটির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজন কুমার তালুকদার, শেখ মো. জসিম উদ্দিন ও কাজী আশরাফুল হক আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত তাদের ৫ দিনের রিমান্ড দেয়।

তবে ওই আবেদনের বিপরীতে আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেনসহ একাধিক আইনজীবী রিমান্ড বাতিল করে আসামিদের জামিন প্রার্থনা করেন। 

শুনানি শেষে বিচারক ৩৮ জনকে ৫ দিন করে রিমান্ড এবং ২৭ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রদল নেতা মনোজ সরকার, নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ছাত্রদল নেতা ফাহিম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মশিউর রহমান, ছাত্রদল নেতা উৎপল সরকার, সুফিয়ান, জাকির হোসেন, হানিফ উদ্দিন ওরফে রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখা ছাত্রদল নেতা মাহবুব মিয়া, আনিসুর রহমান, ছাত্রদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আতিকুর রহমান তালুকদার, মাইনুল হাসান মোহন, আনোয়ারুল হক, মোহাম্মদ সুরুজ মণ্ডলসহ ৩৮ জন।

পাশাপাশি জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ হওয়া আসামিরা হলেন, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, নিজাম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারুন অর রশিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাহারুল আলম বাহার, আলমগীর হোসেন, সোনাগাজী পৌর বিএনপির সভাপতি হোসেন আহম্মদ, তারিকুল ইসলাম, বালিয়াকান্দার যুবদলের সহসভাপতি আরিফুজ্জামান, খায়রুল কবির কাজল, মুসা আহম্মেদ, আবু বক্কর সিদ্দিক, এস এম নাজমুল হোসেন, মাসুদ রানা, কে এম তারিকুল ইসলাম আরিফ, জাহাঙ্গীর হোসেন ওরফে শামীম, রকিব আল মান্নান,সাইফুল আলম গজনবী চয়ন, ছাত্রদল নেতা মো. মোখসেদ আলম জুয়েল, নেত্রকোনা জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বাবু, জামায়াতে ইসলামীর কর্মী জাহিদুল ইসলাম মামুন, ছাত্রদল নেতা রুবেল বেপারী, নাগরপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল কবির, ঢাকা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান লিপু, দারুস সালাম থানার ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. ইকবাল হোসেন স্বপন, চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানা থানার কাদেরগাঁও ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিলানী তালুকদার , কাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিটন মজুমদার ও মো. সোহাগ।

মামলা সূত্রে জানা যায়, মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে গতকাল বুধবার  নয়াপল্টনে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশের ২১ জন, ২ জন আনসার ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এছাড়া কার্যালয়ের পাশে থাকা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা। 

এদিকে নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় দলটির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর কাকরাইলের নাইটেঙ্গেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেফতার করা হয়। এ সময় একই গাড়িতে ছিলেন বেবী নাজনীন। তাকেও আটক করে আধা ঘণ্টা পর ছেড়ে দেয় ডিবি।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত