ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

বিএনপির ইশতেহার ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ১৮ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

এরই মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করেছে বিএনপি। খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’-এর আলোকে এটি তৈরি করা হয়। ‘এগিয়ে যাব একসাথে, ভোট দেবো ধানের শীষে’- স্লোগানকে সামনে রেখে নির্বাচন উপলক্ষে দলটির ইশতেহার তৈরি করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারের প্রতিশ্রুতির সঙ্গে বিএনপির ইশতেহারে অনেক বিষয়েই মিল থাকবে বলে দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান নিশ্চিত করেছেন।

এদিকে, বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’ শিরোনামে যে খসড়া পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরা হয়েছিল, সেটির অবলম্বনে বিএনপির নির্বাচনি ইশতেহার তৈরি করা হয়েছে। এবারের ইশতেহারে তরুণ প্রজন্মের ভোটার টানতে তাদের বিভিন্ন চাহিদাকে গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে তরুণদের সাম্প্রতিককালের দাবি- কোটা সংস্কার, ভ্যাটমুক্ত শিক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয় প্রাধান্য দেয়া হয়েছে। এছাড়া বেকারদের জন্য বেকার ভাতা, প্রতিহিংসামূলক রাজনীতির অবসানসহ বিভিন্ন বিষয় থাকবে বিএনপির ইশতেহারে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত