বিএনপির আংশিক প্রার্থী তালিকা ঘোষণা রাত ৮টায়
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়নের চূড়ান্ত তালিকা আজ (বৃহস্পতিবার) রাত ৮টার পরে ঘোষণা করবে। বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটিই জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।’
‘প্রার্থী তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘আমি উনার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। তিনি বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। কিন্তু কোথায় সংকট! আমরা তো সারাদেশে সাড়ে ৮০০ প্রার্থী দিয়েছি।’
‘বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেব ‘- ওবায়দুল কাদেরে এমন মন্তব্যেরও সমালোচনা করেন ফখরুল। বলেন, ‘এখনও কেউ যায়নি। আওয়ামী লীগ নেতারা ভীত-সন্ত্রস্ত বলেই এসব প্রলাপ শুরু করেছেন।’
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরিয়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘ন্যায়বিচার পেলে দলীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তার প্রার্থিতা ফিরে পাবেন। আমরা এখনও আশাবাদী।’
তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা দলের অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজকে আপিলে তারা বৈধ হয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটাও একটা বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকেও মুক্ত করা হবে।’
ফখরুল বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর অুনষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে। আমরা আবারও নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেফতার বন্ধ করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেআইনিভাবে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার। গ্রেফতার না করার প্রতশ্রুতি দিলেও এখনও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার হুমকি-ধামকি দেয়া হচ্ছে।’
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও