‘বিএনপি ভোটে না আসলে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা’
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বিএনপি ভোট বর্জন করলে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে তিনি একথা জানান।
বিএনপির ভোটে আসা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, বিএনপি অফিসের সামনে সংঘটিত বিশৃঙ্খলায় ইঙ্গিত পাওয়া যায়, তারা ভোটে নাও আসতে পারে। বিএনপি ভোট বর্জন করলে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোটের ব্যাপারে এখনও আলোচনা শুরু হয়নি। বিএনপি নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে জাপা।
এরশাদ আশা করছেন, জোটবদ্ধ হলেও প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক সংখ্যক আসনে মহাজোটের মনোনয়ন পাবে জাপা।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, পাঁচ দিনে প্রায় আড়াই হাজার নেতা জাপার মনোনয়ন ফরম নিয়েছেন; যা খুবই ইতিবাচক। তার দাবি, দলের সবাই ঐক্যবদ্ধ থাকলে আসন্ন নির্বাচনে ভালো ফল করবে জাতীয় পার্টি।
মনোনয়ন বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, এসএম ফয়সল চিশতী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।
বৃহস্পতিবার বিকেলে একই স্থানে জাপার নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির সভা হয়। এতে জাপা মহাসচিব বলেন, বিএনপি কার্যালয়ের সামনে যারা বিশৃঙ্খলা করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিচার করতে হবে। প্রকৃত দোষীদের পরিচয় প্রকাশেরও দাবি জানান তিনি।
নিউজওয়ান২৪/এমএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও