বিউটি ব্লেন্ডারের কাজ
নিউজ ডেস্ক

ফাইল ছবি
মেকআপ ত্বকের সঙ্গে ব্লেন্ড করতে বিউটি ব্লেন্ডারের সর্বাধিক জনপ্রিয়তা রয়েছে। বর্তমান মেকআপ কিট হিসেবে এটি আবশ্যক উপাদান। ছোট ছোট বিভিন্ন রঙের স্পঞ্জের এসব বিউটি ব্লেন্ডার অধিকতর মোলায়েম হওয়ায় ত্বকে ব্যবহৃত ফাউন্ডেশন বা মেকআপ সহজেই ব্লেন্ড করে। প্রায় সব নারীরাই বিউটি ব্লেন্ডার ব্যবহার করে থাকেন। তবে সকলেই কি সঠিক নিয়মে এটি ব্যবহার করেন? হয়ত না! আর সে কারণেই নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ ব্যবহারের পর মেকআপ ভেসে উঠে। জেনে নিন বিউটি ব্লেন্ডার ও এর মেকাপ ট্রিকস-
১. বিউটি ব্লেন্ডার ব্যবহারের ক্ষেত্রে সবার প্রথম ভুলটি হচ্ছে ব্লেন্ডারটি না ভিজিয়েই ফাউন্ডেশন ব্লেন্ড করা। ব্লেন্ডার ব্যবহারের ক্ষেত্রে সর্বপ্রথম ব্লেন্ডার ভিজিয়ে নিয়ে চাপ দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। বিউটি ব্লেন্ডার না ভেজালে এটি ত্বকে লাগানো ফাউন্ডেশন শুষে নিবে। আবার এটাও খেয়াল রাখতে হবে যে ব্লেন্ডারে যেন অতিরিক্ত পানি না থাকে তাহলে মুখে প্যাচি লুক এনে দেবে।
২. যে ভুলটি আমরা অনেকেই করে থাকি তা হচ্ছে বিউটি ব্লেন্ডার এর উপরে ফাউন্ডেশন লাগিয়ে ত্বকে লাগানো। যার ফলে ফাউন্ডেশন ত্বকে ভালোভাবে সেট হয় না ব্লেন্ডারে লেগে থাকে। এজন্য প্রথমে ফাউন্ডেশন হাতে নিয়ে ত্বকের ওপর একটু একটু করে লাগিয়ে তারপর স্পঞ্জ দিয়ে বেল্ড করে নিতে হবে।
৩. মুখে ভালোভাবে ফাউন্ডেশন লাগানোর পর ব্লেন্ড করার সময় একদমই অতিরিক্ত প্রেশার দিয়ে ব্লেন্ড করা যাবে না। এতে মুখে ব্যবহৃত প্রাইমার বা ফাউন্ডেশন মুছে যেতে পারে। ব্লেন্ডার সব সময় আলতো করে লাগাতে হবে তাহলেই সফট এবং স্মুদ বেইজ পাওয়া যাবে।
৪. বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ ব্লেন্ড করার ক্ষেত্রে প্রধান নিয়ম হচ্ছে ডাবিং মোশন। ব্লেন্ডারটি সবসময় হালকা চেপে লাগিয়ে দিতে হবে। এক জায়গায় বারবার ঘষাঘষি করলে পুরো মেকআপ বেইজ নষ্ট হয়ে যাবে এবং ফাউন্ডেশন প্যাচি দেখাবে।
৫. ব্লেন্ড করতে করতে ফাউন্ডেশন লাগানো অবস্থায় ব্লেন্ডারটি ড্রাই হয়ে গেলে সে ক্ষেত্রে ব্লেন্ডার ওপরে সামান্য পানির স্প্রে দিয়ে পুনরায় ব্লেন্ড করুন। ফাউন্ডেশন একবার ব্যবহার করার ক্ষেত্রে ব্লেন্ডারটি বারবার় পানিতে ভিজালে ফাউন্ডেশনই ধুঁয়ে যাবে।
৬. তাড়াহুড়ো থাকলে ব্লেন্ডার অপশনটি বাদ দিতে হবে। কারণ নিখুঁতভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ করার ক্ষেত্রে সময় লাগবেই। এটি দিয়ে মেকআপ করার সময় একটার পর একটা ধাপ সিরিয়ালই করতে হয়। ন্যাচারেল মেকআপ পেতে অনেক সময় নিয়েই ব্লেন্ড করতে হবে।
৭. বিউটি ব্লেন্ডার যে শুধুমাত্র ফাউন্ডেশন ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন তা কিন্তু নয় এটি ক্রিম, ফেস পাউডার, কনসিলার, যেকোনো মেকআপ প্রোডাক্ট মুখে ব্লেন্ড করতে খুবই সাহায্য করে।
৮. বিউটি ব্লেন্ডার মেকআপের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তাই মেকআপ করার পর এটি সংরক্ষণ করার দায়িত্ব আপনার। ভেজা অবস্থায় কখনোই ব্লেন্ডার তুলে রাখবেন না। ক্লিন করার পর শুকানো পর্যন্ত রেখে সংরক্ষণ করবেন এবং অবশ্যই দু’বার ব্যবহারের পর ব্লেন্ডারটি ভালোভাবে পরিষ্কার করবেন।
৯. আমাদের মুখের ত্বক অন্যান্য স্থানের চেয়ে বেশ সেনসিটিভ। তাই এ বিষয়ে আমাদের সচেতন থাকা জরুরি। সস্তা মানের বিউটি ব্লেন্ডার না কিনে ভালো মানের দামী ব্লেন্ডার কেনা উচিত। এজন্য ব্লেন্ডারটি কালো বা পুরোনো হয়ে গেলে গরম পানিতে ডিটারজেন্ট পাউডার ভিজিয়ে পরিষ্কার করে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন।
নিউজওয়ান২৪/জেডএস
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে
- শিশুকে ফ্লাইং কিস: আমিরাতি তরুণের জেল