বিআইজেএফের নবনির্বাচিত কমিটির অভিষেক
নিউজওয়ান২৪ ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছে বিআইজেএফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। প্রযুক্তি খাতের গুণী ব্যক্তিত্বদের অংশগ্রহণে এবারের নতুন এই কমিটির অভিষেক অনুষ্ঠান হয়।
সম্প্রতি রাজধানীর ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও প্রয়াত দুই সদস্য কম্পিউটার জগতের সহকারী সম্পাদক মঈনুদ্দিন মাহমুদ ও আরটিভি’র মাসুম হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে শুরু হয় অভিষেকের ঘরোয়া আয়োজন।
তথ্যপ্রযুক্তি খাতের সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের আয়োজনে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্কো, ইক্যাব, বিএফডিএস, বিডব্লিইউআইটি, এটুআই, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বিএনএসকে, আর্টিক্যাল নাইনটি, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ছাড়াও বেশকিছু তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান ও আইসিটি সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা।
ছবি; সংগৃহীত
অতিথিদের ফুলেল শুভেচ্ছায় ভরে যায় অভিষেক মঞ্চ। এদিন অভিষেক অনুষ্ঠানে আগতদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন পরিপূর্ণতা পায়।
স্বাগত বক্তব্য রাখেন বিআইজেএফের নবনির্বাচিত সভাপতি নাজনীন নাহার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিএসের সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাবেক সভাপতি শহীদ উল মুনীর, বিসিএস ও আইএসপিএবির সাবেক সভাপতি এস এম ইকবাল, বিসিএসের প্রতিষ্ঠাতা সদস্য সাফকাত হায়দার, বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, বেসিস কার্যনির্বাহী কমিটির সদস্য মুশফিকুর রহমান, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) সভাপতি তানজিবা রহমান, ই-ক্যাব সহ-সভাপতি মোহাম্মাদ সাহাব উদ্দিন, পরিচালক আম্বারিন রেজা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিডব্লিইউআইটির নবনির্বাচিত সভাপতি রেজওয়ানা খান, সাধারণ সম্পাদক আছিয়া নীলা, উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) সভাপতি নাসিমা আক্তার নিশা, বিআইজেএফ-এর সাবেক সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ প্রমুখ।
এ ছাড়া বক্তব্য রাখেন বিআইজেএফ-এর সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, নির্বাচন কমিটির সদস্য মাহমুদ হোসেন এবং আপিল বিভাগের সদস্য সুমন ইসলাম, জ্যেষ্ঠ সদস্য হিটলার এ হালিম। সমাপনী বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাব্বিন হাসান।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ হতে বিআইজেএফ সদস্যদের স্মার্ট কার্ড প্রদান করা হয়।
নিউজওয়ান২৪.কম/রাজ
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত