ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বাসে পেট্রোল বোমা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২১, ১১ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে ঢাকাগামী একটি বাসে বুধবার পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বাসের তিন যাত্রী আহত হয়েছেন। উপজেলার রাধারঘাট এলাকায় দুপুরে ঘটনাটি ঘটে।

বগুড়ার অতিরিক্ত এসপি সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের পরিচয় জানা যায়নি। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় এ ঘটনাটি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান, তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সাবেক এমপি কায়কোবাদসহ ১৯ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। 

খালেদা জিয়ার ভাগ্নে ডিউক, সাবেক আইজিপি আশরাফুল হুদা, শহুদুল হক, তৎকালীন ডিজিএফআইয়ের এটিএম আমিন ও জোয়ার্দারসহ ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত