ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বাসাবাড়ির গ্যাসের দাম বাড়েনি

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ১৯ জানুয়ারি ২০২৩  

ফাইল ফটো

ফাইল ফটো


বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর নির্বাহী আদেশে গ্যাসের দাম আরেক দফা বাড়ানো হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ মূল্য ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

তবে মূল্যবৃদ্ধি কেবল শিল্পখাতে করা হয়েছে। আবাসিকে গ্রাহকদের গ্যাসের মূল্য অপরিবর্তিত রয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আবাসিক গ্রাহকদের এক চুলার ক্ষেত্রে আগের মতো ৯৯০ টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ১০৮০ টাকা বিল রাখা হয়েছে।

এর পাশাপাশি সিএনজিতেও প্রতি ঘনমিটার ৪৩ টাকা এবং চা শিল্পের গ্যাসের দামও আগের মতো প্রতি ঘনমিটার ১১ টাকা ৯৩ পয়সা রাখা হয়েছে। সার-কারখানায় ব্যবহৃত গ্যাসের দামও আগের মতো ১৬ টাকা রাখা হয়েছে।

এ দফায় কেবল বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক খাতের গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

বুধবারের প্রজ্ঞাপনে বিদ্যুৎ খাতে সরবরাহ করা প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। এছাড়া শিল্প খাতে গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

ক্যাপটিভ পাওয়ার (শিল্প-কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন) খাতে গ্যাস প্রতি ঘনমিটারে দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা, বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা এবং ক্ষুদ্র শিল্পে ১০ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

বাণিজ্যিক গ্যাস সংযোগে প্রতি ঘনমিটারের দাম ২৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত