বার্সায় আমার মতই মূল্য থাকবে: পাওলিনহোকে নেইমার
খেলা ডেস্ক
পাওলিনহোকে বার্সেলোনায় তিনি নেইমারই তদবির করেছিলেন। জাতীয় দলের সতীর্থ যখন সত্যি ন্যু ক্যাম্পে আসছেন তখন সেখানে নেই নেইমার নিজেই। দুনিয়া কাঁপানো দলবদল করে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে পাওলিনহোকে অভিনন্দন জানাতে ভুলেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
২৯ বছর বয়সী পাওলিনহো চিনের গুয়াংজু এভারগ্রান্দেতে খেলছিলেন। সেখান থেকে ৪০ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনে নিয়েছে বার্সেলোনা। ইন্সটাগ্রামে দেওয়া শুভেচ্ছা বার্তায় নেইমার বলেছেন, `আমি আশা করি ন্যু ক্যাম্পে আমি যেমন খুশি ছিলাম তুমিও তেমনি থাকবে।`
ব্রাজিলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েন নেইমার-পাওলিনহোরা। পাওলিনহোর ক্লাব ক্যারিয়ার অবশ্য পড়তির দিকে চলে গিয়েছিলো। ইংলিশ ক্লাব টটেনহাম থেকে তিনি চলে যান চিনে। তবে জাতীয় দলের জার্সি গায়ে বরাবরই আলো ছড়িয়ে আসায় তাকে বার্সায় আনতে তদবির করেন নেইমার। তাতে কাজ হয়েছে বেশ।
চলতি মাসেই ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফারের রেকর্ড করে ফরাসী ক্লাব পিএসজির হয়ে যান নেইমার। এরমধ্যে সেখানে খেলে ফেলেছেন এক ম্যাচ। নেমেই আলো ছড়িয়েছেন। গোল করেছেন, করিয়েছেনও। ওদিকে তার পুরনো ক্লাব বার্সেলোনা মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে গেছে। নেই-মার চলে গেলেও তার এনে দেওয়া পাওলিনহো কাতালানদের কতটা দিতে পারেন সেটাই এখন দেখার।
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল