ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

চ্যাম্পিয়ন্স লিগ

বার্সার প্রতিপক্ষ জুভেন্টাস, রিয়ালের বায়ার্ন

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ১৭ মার্চ ২০১৭  

শেষ আটের রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা চ্যাম্পিয়ন্স লিগের দল গুলো। নিজেদের শেষ চার নিশ্চিতের প্রহর গুনছে তারা। তার আগে দেখার ছিল ড্রয়ে কে কাকে প্রতিপক্ষ হিসেবে পায়।

ড্রয়ে শেষ আটের যুদ্ধে রিয়াল মাদ্রিদকে লড়তে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর জুভেন্টাসের মুখোমুখি হয়ে কঠিন পরীক্ষা দিতে হবে বার্সেলোনাকে।

বাংলাদেশ সময় শুক্রবার বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের জুরিখে উয়েফার সদর দপ্তরে সেরা আটের ড্র অনুষ্ঠিত হয়েছে। তাতে নির্ধারিত হয়েছে শীর্ষ আটে যাওয়া দলগুলোর ভাগ্য।

পিএসজিকে রূপকথার এক মহারণে হারিয়ে আটে এসেছে স্প্যানিশ জায়ান্ট বার্সা। আর পোর্তোকে হারিয়ে টিকিট পেয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। লুইস এনরিকের দলকে এখন শক্ত পরীক্ষাই দিতে হবে সেমিতে যেতে।

কোয়ার্টার ফাইনালের চ্যালেঞ্জ জিততে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে সেখানে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের ধাক্কা সামলাতে হবে। জিনেদিন জিদানের দলের সামনেও তাই শক্ত পরীক্ষাই অপেক্ষা করছে।

বাকিদের মধ্যে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে পড়েছে ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকলেও ইউরোপ সেরার লড়াইয়ে ভালো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে আটে এসেছে লেস্টার। ফ্রেঞ্চ লিগ ওয়ানের মোনাকো ও বুন্দেসলিগার আরেক দল বরুশিয়া ডর্টমুন্ডের সেরা আটের লড়াইটি তাতে জৌলুস হারাচ্ছে না।

সেরা আটে কে কার প্রতিপক্ষ:

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
বার্সেলোনা-জুভেন্টাস
বরুসিয়া ডর্টমুন্ড-মোনাকো
অ্যাটলেটিকো মাদ্রিদ-লেস্টার সিটি

নিউজওয়ান২৪.কম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত