ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বার্সাকে বিদায় বললেন এনরিকে

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২ মার্চ ২০১৭  

চ্যম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয় বার্সায় আর থাকছেন না এনরিকে। অবশেষে সেই গুঞ্জন সত্যে রূপ নিল। লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে ৬-১ গোলের জয়ের পর লুইস এনরিকে নিজেই জানিয়ে দিলেন চলতি মৌসুম শেষেই বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন তিনি।

ম্যাচ শেষে ক্যাম্প ন্যুতে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, `চলতি মৌসুম শেষেই আমি আর বার্সেলোনার কোচ থাকছি না। ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমার উপর আস্থা রাখার জন্য। সেই সঙ্গে খেলোয়াড়দের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।`

২০১৪ সালের জুনে বার্সেলোনার কোচ হিসেবে যোগ দেন এনরিকে। বার্সার পা ফেলার প্রথম বছরই দলকে ট্রেবল জেতান তিনি। পরের মৌসুমে ঘরোয়া ফুটবলের ডাবল জিতে নেয় কাতালানরা। লু্ইস এনরিকের অধীনে এখন পর্যন্ত মোট ৮টি মুকুট ঘরে তুলেছে মেসিরা। ১৯৯৬ থেকে ২০০৪ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছিলেন এনরিকে।


নিউজওয়ান২৪.কম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত