ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বাবা-মাকে ছাড়তে বললে ‘কুটিল’ স্ত্রীকে তালাক দিতে পারবেন স্বামী

আইন-কানুন ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১৪ অক্টোবর ২০১৬  

স্বামীকে তার বাবা-মায়ের কাছ থেকে আলাদা করতে তৎপর ‘কূটকৌশলী’ স্ত্রীকে তালাক দিতে পারবেন স্বামী। হিন্দু বিবাহ আইনের ক্ষেত্রে এই মত প্রকাশ করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট।

সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি অনিল দাভে এবং বিচারতি এল নাগেশ্বর এমন এক ঐতিহাসিক রায় ঘোষণাকালে বলেন, বৃদ্ধ এবং ছেলের ওপর নির্ভরশীল বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন করে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চাইযে যে বউ- তার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেবে স্বামী।

১৪ পাতার দীর্ঘ রায় পড়াকালে বিচারপতিরা বলেন, পশ্চিমা সংস্কৃতির সঙ্গে ভারতীয়সিংস্কৃতির বিস্তর ফারাক রয়েছে। সেখানকার নিয়মনীতি এদেশে চলতে পারে না। বৃদ্ধ বাবা-মাকে দেখা ছেলের কর্তব্য হিসেবেই ধরা হয় এখানে। বিয়ের পর স্বামীর পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে স্ত্রী।

বাবা-মা ছেলেকে পেলে-পুষে বড় করে, শিক্ষিত করে তোলে- তাই এটা ছেলের নৈতিক ও আইনি বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় তাদের বৃদ্ধাবস্থায় এবং যদি তারা সম্পদহীন হয় পড়ে, তখন তাদের ভরণপোষণ এবং দেখাশোনা করা।

সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক, শুধুমাত্র বিশেষ ক্ষেত্র ছাড়া স্বামীকে তার পিতা-মাতা-স্বজন-অভিভাবকদের কাছ থেকে আলাদা করতে চাইলে বিচ্ছেদের মামলার মুখে পড়তে হবে বউকে।

রায়ের পর্যবেক্ষণে বিচারপতিদ্বয় আরও বলেন, দেখা গেছে স্বামীর ওপর চাপ সৃষ্টি করতে স্ত্রী আত্মহত্যার হুমকি দেয় বা আত্মহত্যার চেষ্টা চালায়।এ ধরনের ক্ষেত্রে যদি কখনো স্ত্রী মারা যায় তবে আইন ঝামেলায় জর্জরিত হতে হয় স্বামী ব্যক্তিটিকে। এটা তার ক্যারিয়ার, পরিবার, সামজিক সম্মান- সবকিছু ছারখার করে দেয়।এতসব কিছু ভেবে শেষ পর্যন্ত স্ত্রীর চাপের কাছে নতি স্বীকার করে নেন অনেক স্বামী।

তবে আর যাতে এমন ঘটনা না ঘটে- তার জন্যই রায়ে এই বিধান করা হয়েছে বলে মত প্রকাশ করেন বিচারপতিরা।

নিউজওয়ান২৪.কম/আরকে

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত