ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশাড়িতে রোববার ভোরে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছেন।


নিহত আনোয়ার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউপির আব্দুস সোবাহানের ছেলে, আব্দুল হামিদ কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার নুরুল হকের ছেলে এবং মো. বাপ্পী সুপারিকাটা এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি শেখ মো. আলমগীর বলেন, ভোরে ডাকাতি শেষে মালামাল ভাগভাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন ডাকাতরা। পরে গোলাগুলি করলে তিনজন নিহত হন। ঘটনাস্থলে তিন জনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজওয়ান২৪/ এমএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত