ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বাড্ডায় ডিবির ওপর হামলাকারী জঙ্গি সিলেট থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:১২, ১৯ এপ্রিল ২০১৬   আপডেট: ১৫:১১, ১৯ এপ্রিল ২০১৬

১৯ ফেব্রুয়ারি রাতে সাতারকুলে ডিবির অভিযান    -ফাইল ফটো

১৯ ফেব্রুয়ারি রাতে সাতারকুলে ডিবির অভিযান -ফাইল ফটো

ঢাকা: গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডার সাতারকুলে জঙ্গি আস্তানায় ডিবির অভিযানের সময় হামলা চালানো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মেহেদি হাসান অমি ওরফে ওসামা রাফি নামের ওই ব্যক্তিকে গত সোমবার রাত ৯টার দিকে সিলেটের আম্বরখানা থানা এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তথ্যটি নিশ্চিত করেন ডিএমপির গণমধ্যম শাখার ডিসি মারুফ হোসেন সর্দার।

নিউজওয়ান২৪.কমকে তিনি জানান, সাতারকুলের ওই ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা মামলায় রাফিকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাফি গোয়েন্দাদের জানান তিনি আনসারুল্লাহ বাংলাটিমের সিলেট শাখার দায়িত্বশীল নেতা।

তিনি আরও জানান, জেহাদী দাওয়াত দেওয়াসহ জঙ্গিদের প্রাশিক্ষণ ও অপারেশন পরিচালনায় নেতৃত্ব দিয়ে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি বাড্ডার সাতারকুলে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি।তখন ডিবি অভিযান চালায়। এসময় তারা ডিবি সদস্যদের ওপর হামলা চালায়।

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) গাজীপুর থেকে এক জঙ্গিকে আটক করে ডিবি পুলিশ। তার কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত আটটার দিকে সাতারকুলে বায়তুল মাহমুদ জামে মসজিদ এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। এসময় জঙ্গিরা পুলিশের ওপর হামলা চালালে আহত হন ডিবির দুই সদস্য। এসময় এক জঙ্গিকে আটক করতে সক্ষম হয় ডিবি।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত