ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

গেরামের খবর

প্রকাশিত: ০২:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৭  

সাতক্ষীরা অঞ্চলে দীর্ঘ দিন পর পাওয়া গেলো বাঘের অস্তিত্ব। ৫ থেকে ৭ বছর আগে প্রতিনিয়তই বন বাওয়ালীদের ওপর বাঘের আক্রমণের খবর পাওয়া যেতো।

কিন্তু এমন সংবাদ আর মেলে না। অবশেষে বুধবার বিকেলে সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে মায়াবী হরিণ আশ্রয় নিয়েছে লোকালয়ে।

শ্যামনগর উপজেলার সুন্দরবন নিকটবর্তী বুড়িগোয়ালিনী এলাকার নেকজেনিয়া হাইস্কুল এলাকার নুরুল মুন্সির বাড়ীর মধ্যে দৌড়াতে দৌড়াতে ডুকে পড়ে একটি হরিণ। তবে হিংস্র মানবরা হরিণটিকে দ্রুত বেঁধে ফেলে।

স্থানীয়রা জানায়, বাঘের তাড়া খেয়ে সুন্দরবনের মায়াবি হরিনটি বাঁচার জন্য লোকালয়ে ডুকে পড়েছে। তবে স্থানীয় লোকজন হরিণটিকে বেঁধে ফেলে পরে বন বিভাগের কর্মকর্তারা এসে হরিণটি নিয়ে যায়।

শ্যামনগর থানা পুলিশের (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, হরিণটি লোকালয়ে ডুকে পড়ার পর বন বিভাগের কর্মকর্তারা হরিণ নিয়ে গেছেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের মুন্সিগজ্ঞ বন টহল ফাড়ির কর্মকর্তার নেতৃত্বে হরিণটি কলাগাছিয়ার বন ইকো পার্কে ছাড়া হয়েছে।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত