ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বাংলাদেশি শিক্ষার্থী লন্ডনের পিজিআর প্রেসিডেন্ট নির্বাচিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৯, ১১ জুন ২০১৬   আপডেট: ১৩:২৫, ১২ জুন ২০১৬

ঢাকা: লন্ডনের পোস্ট গ্রাজুয়েট রিসার্চ (পিজিআর) সোসাইটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইসমাইল হোসেন।

১২ই মে অনুষ্ঠিত পিজিআর নির্বাচনে ৫৬দশমিক ৪ভাগ ভোট পেয়ে ইসমাইল হোসেন প্রেসিডেন্ট নির্বাচিত হন। নিকট প্র্রতিদ্বন্দ্বী লণ্ডনের বাসিন্দা লিওনি ফ্র্যাকল্যান্ড পেয়েছেন ২০ দশমিক ৫ ভাগ ভোট। এই নির্বাচনে গ্র্যাজুয়েট (রিসার্চ) শিক্ষার্থীরাই শুধুমাত্র ভোট দিয়েছেন।

নির্বাচিত হয়ে উৎফুল্ল ইসমাইল বলেন, আমার এ জয় শুধু আমার ব্যক্তিগত নয়। এটা পুরো বাংলাদেশের জয়। আমি বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্য এখানে ভালো কিছু করতে চাই।

ইসমাইল হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া উইনিয়নের গোট্টি গ্রামের ইব্রাহীম আলীর ছেলে। তিনি ২০১১ সালে লন্ডনের দ্যা ইউনিভার্সিটি অব অ্যাবার্টিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে এমএসসি বিষয়ে পড়াশুনা শুরু করেন।

এরপর ২০১৩ সালে তিনি লন্ডনের দ্যা ইউনিভার্সিটি অব ড্যান্ডিতে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে এমএসসি শুরু করেন। পরে ২০১৪ সালে একই শহরের দ্যা ইউনিভার্সিটি অব বোল্টোনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পিএইচডি কোর্স শুরু করেন।

নিউজওয়ান২৪.কম/ডিডাব্লিউ

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত