বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের নাম `জয় বাংলা কাপ`
খেলা ডেস্ক
গলে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। দিনটি ঐতিহাসিক ৭ মার্চ হওয়ায় টাইগারদের এবারের টেস্ট সিরিজটির নামকরণ করা হয়েছে `জয় বাংলা কাপ`।
দেশের বাইরে আন্তর্জাতিক কোনো সিরিজের এমন নামকরণ এটাই প্রথম। খবর বিবিসি বাংলা`র।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
তিনি জানান, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কাছ থেকে সিরিজটির রাইটস বা স্বত্ব কিনে নেয়া বাংলাদেশী প্রতিষ্ঠান অ্যাডটাচ স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্টস সিরিজের এ নামকরণ করেছে।
দেশীয় এ প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের খেলার টেলিভিশন স্বত্ব, মাঠ ও বিজ্ঞাপন স্বত্ব কিনে থাকে।
কোম্পানির প্রধান নির্বাহী নেওয়াজ সোহাগ জানান, প্রথমে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কাছ থেকে সিরিজটির মাঠের স্বত্ব কিনে নেয়া হয়। পরে টেলিভিশন ও বিজ্ঞাপন স্বত্ব বিক্রি করে দেয়া হয়। তবে টেস্ট সিরিজটির শুরুর তারিখ (৭ মার্চ) খেয়াল হতে টেস্ট সিরিজটির স্বত্ব বিক্রি করা হয়নি। পরে এর নামকরণ করা হয় `জয় বাংলা সিরিজ`।
সোহাগ বলেন, বাংলাদেশের জন্য ৭ মার্চ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা ভেবেই আমি আর টেস্ট সিরিজের স্বত্ব বিক্রি করিনি। সেই সঙ্গে সিরিজের টাইটেল ঠিক করি `জয় বাংলা কাপ`।
শ্রীলংকার গলে ৭ মার্চ শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ দল খেলবে নিজেদের শততম টেস্ট।
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল