বাংলাদেশ টেস্ট স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৫ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সে টেস্ট ম্যাচ। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, কিন্তু বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান।
এবারের দলে সেই অর্থে নেই কোনো চমক। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।
আফগানদের বিপক্ষে টেস্ট দিয়ে আবারো নেতৃত্বে ফিরছেন সাকিব। সেইসঙ্গে দলে জায়গা ফিরে পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত আর তাসকিন আহমেদ।
এবারবাদ পড়েছেন তিনজন। তারা হলেন- তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান আর খালেদ আহমেদ।
এর মধ্যে তামিম ইকবাল স্বেচ্ছায় ছুটিতে আছেন। মুস্তাফিজুর রহমান আর খালেদ আহমেদ বাদ পড়েছেন চোটে পড়ে। নিজেদের ভালো পারফর্মেন্সের উপহার হিসেবে মোসাদ্দেক আর তাসকিন ফিরেছেন দলে।
এদিকে তামিম না থাকায় ওপেনার হিসেবে সাদমানের সঙ্গী হওয়ার দৌড়ে থাকছেন কেবল সৌম্য সরকারই। লিটন কুমার দাসও ওপেনিং করতে পারেন। তবে লিটন যদি বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে খেলেন, তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে।
এবারের ১৫ সদস্যের বাংলাদেশ দলে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে আছেন ৮ জন, স্পিনার ৪ জন এবং পেসার ৩ জন।
ঘোষিত বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।
নিউজওয়ান২৪.কম/এসডি
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল